আমার বাবা সাধারণ মানুষ কিন্তু অসাধারণ পিতা

শেয়ার করুন          আমার বাবাকে আমরা ‘আব্বা’ ডাকতাম। আমরা ৩ ভাই, ২ বোন। আমি সবার বড়। তাই আনুপাতিক হারে সবার চেয়ে বেশি স্নেহ ভালবাসা আমি পেয়েছি। আর পেয়েছে সাইদুর মাহমুদ ছোট হিসেবে। যদিও মা বাবার কাছে ১০ টা সন্তান হলেও সবার ভালবাসা সমান। তবুও প্রথম আর শেষজনে দূর্বলতা থাকে। আব্বা আমাকে খুব ভালবাসতেন। জীবনে মাত্র একদিন একটি থাপ্পড় মেরেছেন আমাকে। বাকি পুরো জীবনে দিয়েছেন ভালবাসা, শিক্ষা আর মমতা। আমি যখন স্লেটে কয়েকবার উলটা ‘ক’ লিখছিলাম আব্বা এই প্রথম একটি থাপ্পড় দিয়েছিলেন। সেইদিন থেকে ‘ক’ সোজা করে শুধু লিখি নাই বরং হাতের … Continue reading আমার বাবা সাধারণ মানুষ কিন্তু অসাধারণ পিতা